tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৩ পিএম

রাহুল গান্ধী এখন ‘কুলি’, মাথায় নিলেন লাগেজ


20092036

গায়ে কুলিদের লাল জামা। মাথায় নীল রঙের একটি লাগেজ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভারতের দিল্লি আনন্দ বিহার রেলস্টেশনে এভাবেই দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।


ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এদিন স্টেশন চত্বরে কুলিদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন রাহুল। তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে কংগ্রেসের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়, জননেতা রাহুল দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলিদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি কুলি এবং মালবাহকদের কথা শোনেন। ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।

বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে জনসংযোগ করতে রাহুলকে আগেও দেখা গেছে। গত জুনে দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারেজে মিস্ত্রিদের সঙ্গে বসে বাইক সারাতে দেখা যায় তাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন থেকে নিউইয়র্ক পর্যন্ত ট্রাকে সফর করেন রাহুল।

ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালকরা প্রতিদিন কী কী সমস্যায় পড়েন, তা নিয়ে কথা বলেন রাহুল। একইভাবে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত ট্রাকে চড়ে ভারতীয় ট্রাকচালকদের সমস্যা বোঝার চেষ্টা করেন তিনি। আবার কর্নাটকে ভোটের প্রচারে গিয়ে অ্যাপভিত্তিক স্কুটারেও চড়তে দেখা যায় রাহুলকে।

এমবি