tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৩, ০৮:৩৩ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টর্নেডোর আঘাত, নিহত ৩


2

শক্তিশালী টর্নেডোর আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন।


বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় টেক্সাসের পেরিটন শহরে আঘাত হানে প্রচণ্ড শক্তিশালী একটি টর্নেডো। শহরটিতে প্রায় আট হাজার মানুষের বসবাস।

সেখানে টর্নেডোর আঘাতে ধ্বংস হয়ে গেছে বহু মোবাইল হোম, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন, গাছপালা উপড়ে পড়েছে, উল্টে গেছে অসংখ্য যানবাহন।

পেরিটনের দমকল বাহিনী প্রধান পল ডাচার জানিয়েছেন, ঝড়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন মাত্রায় আহত আনুমানিক ১০০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু রোগীকে ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে ইমারর্জেন্সি রেসপন্স টিমগুলোকে মোতায়েন করা হয়েছে।

এদের মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসাকর্মী, বিদ্যুৎ ও পানি সেবা সংশ্লিষ্ট কর্মীরা।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ১২ লাখ মানুষের শহর ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের কিছু অংশে টর্নেডোর সতর্কতা জারি রয়েছে।

সংস্থাটি বলেছে, বড় শিলাবৃষ্টি এবং ক্ষতিকর দমকা হাওয়াই প্রধান হুমকি, তবে একটি বা দুটি টর্নেডোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এন