tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৭ এএম

চালু হলো মিরপুর-১০ স্টেশন


131703_Untitled-1

পুনরায় চালু হয়েছে মিরপুর-১০ মেট্রো স্টেশন। মঙ্গলবার সকাল থেকে স্টেশনটি চালু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ ঘিরে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশনটি বন্ধ ছিল।


ওই সংঘর্ষ ঘিরে ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। তখন থেকে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ ছিল। পরে ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশনটি চালু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর ওইদিন বিকাল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। এদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনে হামলা করা হয়।

এফএইচ