tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ১৬:৫১ পিএম

সাংবাদিক হত্যায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ


Jamaat

ভোরের ডাক পত্রিকার সাংবাদিক বরগুনা জেলা নিবাসী তালুকদার মাসউদকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাড. মতিউর রহমান আকন্দ ।


মঙ্গলবার (৫ মার্চ ) এক বিবৃতিতে বলেন, ভোরের ডাক পত্রিকার সাংবাদিক তালুকদার মাসউদকে হত্যা করার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে ঐ হত্যার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিগত ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় কতিপয় সন্ত্রাসী ব্যক্তি তালুকদার মাসউদকে বরগুনা প্রেসক্লাবের দরজা বন্ধ করে তাকে বেধড়ক মারধর করে মারাত্মকভাবে আহত করে। পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসারত অবস্থায় গত ২ মার্চ তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবের মধ্যে আটকে রেখে একজন সাংবাদিককে এভাবে হত্যা করার ঘটনাই প্রমাণ করে যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে! বর্তমানে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এ নৃশংস হত্যার ঘটনার বিচারের দাবিতে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য আমি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমি সাংবাদিক তালুকদার মাসউদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ