tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২২, ১৫:০০ পিএম

রুবিঝনে রুশ হামলায় নিহত ৩


রুশ হামলা

ইউক্রেনের দক্ষিণ-পূর্ব লুহানস্ক অঞ্চলের রুবিঝন শহরের একটি ভবনে রুশ বাহিনী হামলা করেছেন। এতে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন লুহানস্ক ওব্লাস্টের গভর্নর সের্হি হাইদাই।


বুধবার (২৩ মার্চ) তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, গোলাটি পঞ্চম তলায় বিস্ফোরিত হয়। উদ্ধারকারীরা দুই শিশুসহ তিনজন নিহত ব্যক্তিকে খুঁজে পেয়েছেন।

তিনি লিখেছেন, গোলাগুলির কারণে একটি টেক্সটাইল কারখানা, একটি কলেজ এবং বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ ২৮তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ।

এমআই