tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৭ মে ২০২২, ১০:১৪ এএম

দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও বিরামপুর উপজেলা সেক্রেটারি গ্রেফতার, তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত


A T M Masum-2022

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার কর্মপরিষদ সদস্য জনাব হাফিজুল ইসলাম ও বিরামপুর উপজেলা সেক্রেটারি জনাব আবুল বাশারকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৬ মে এক বিবৃতি প্রদান করেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার কর্মপরিষদ সদস্য জনাব হাফিজুল ইসলাম ও বিরামপুর উপজেলা সেক্রেটারি জনাব আবুল বাশারকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৬ মে এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “পুলিশ ১৬ মে দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার কর্মপরিষদ সদস্য জনাব হাফিজুল ইসলামকে তাঁর নিজ কর্মস্থল থেকে ও বিরামপুর উপজেলা সেক্রেটারি জনাব আবুল বাশারকে তাঁর নিজ বাসা থেকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। আমি এই গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রেক্ষিতে জামায়াতে ইসলামী ঘোষিত সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনকালে পুলিশ বিভিন্ন স্থানে বাধা দিয়ে গ্রেফতার অভিযান চালায়। জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সভা-সমাবেশের আয়োজন এবং তাতে যোগদান করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ অসাংবিধানিক। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হল দেশে অপরাধ দমন করা। সেটা না করে রাজনৈতিক কর্মসূচিতে বাধা প্রদান করে পুলিশ একটা দলের অনুগত বাহিনীতে পরিণত হয়েছে। এইভাবে দমন-পীড়ন ও গ্রেফতার অভিযান চালিয়ে জনগণের অধিকার আদায়ের পথ বন্ধ করা যাবে না। আমরা এই মুহূর্তে জুলুম-নিপীড়ন বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

গণতন্ত্র হরণকারী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জনাব জনাব হাফিজুল ইসলাম ও জনাব আবুল বাশারসহ জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এইচএন