জাপান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
Share on:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার (২৯ মে) জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন। তিনি হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছিলেন।
সংসদ সচিবালয় জানায়, সফরকালে জাপানের হাউজ অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা ও হাউজ অব কাউন্সিলরসের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজির সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া স্পিকারের সঙ্গে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন। ড. শিরীন শারমিন চৌধুরী জাপান সফরের সময় দেশটির ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন, ওসাকা একুরিয়াম কাইয়ুকান ও ওসাকা ক্যাসেল পরিদর্শন করেন। তিনি হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয় আরও জানায়, স্পিকারের সফরসঙ্গী হিসেবে জাপান সফর শেষে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপিও ঢাকায় পৌঁছেছেন।
এমআই