tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ২৩ জুলাই ২০২৩, ২০:০০ পিএম

করোনায় আরও ১ জনের মৃত্যু


Covid-19

গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।


রোববার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯৭১ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৯৫০ জন করোনা আক্রান্ত রোগী।

গত ২৪ ঘণ্টায় ৬৪১ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ৬৩৮ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.১৯ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২ দিন দেশে সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এন