tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ এএম

বিএসএমএমইউ’র বিল যাচ্ছে সংসদে


000
বিএসএমএমইউ’র বিল যাচ্ছে সংসদে

জাতীয় সংসদীয় কমিটি যাচাই-বাছাই শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু ) বিল-২০২৩ চলতি সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে।


শনিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটি সদস্য মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগির আলমাহি এরশাদ এ বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদীয় কমিটি‌ ‘বিএসএমএমইউয়ের (সংশোধন) বিল ২০২৩’ বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা পর্যবেক্ষণ করে। স্থায়ী কমিটির রিপোর্ট সহ অত্র বিলটি জাতীয় সংসদে চলতি অধিবেশন বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, বিএসএমএমইউয়ের উপাচার্যসহ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এন