সরকার পতন করেই ঘরে ফিরবো : মান্না
Share on:
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে কথা বলেছেন সেটা আসলে সরকারেরই বক্তব্য। আমরা এ সরকারকে পতন করে ঘরে ফিরবো। সব রাজনৈতিক দল বলছে— ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হতে পারে না। আর কমিশনার ১৫০ আসনে ইভিএমের কথা বলছেন।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে যারা দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন সবাই সরকারি দলের লোক। এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না।
তিনি বলেন, বাংলাদেশের পুলিশপ্রধান অনেক দেন-দরবার করে জাতিসংঘের ভিসা পেয়েছেন। কনফারেন্সের বাইরে তিনি কোথাও যেতে পারবেন না। পুলিশপ্রধান যে হোটেলে আছেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নজরদারি রাখা হয়েছে। আজ বিশ্বের মধ্যে বাংলাদেশ পুলিশকে নিম্নমানের পুলিশ বানানো হয়েছে।
মান্না পুলিশ বাহিনীকে উদ্দেশ করে বলেন, এমন কোন কাজ করবেন না যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আজ এখানে আওয়ামী লীগ যদি কোনো সমাবেশ করতো তাহলে রাস্তা বন্ধ করে দেওয়া হতো। আর পুলিশ ভাইরা দূর থেকে তাদের দায়িত্ব পালন করতো।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ গণতন্ত্র মঞ্চের নেতারা।
এমআই