tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০২ জুন ২০২৪, ১৮:১৫ পিএম

প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে নিবন্ধন করলেন আহমাদিনেজাদ


image-812122-1717330538

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছেন দেশটির দুইবারের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।


২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে ইসরাইলবিরোধী বিবৃতি দেওয়ার জন্য বেশ পরিচিত ছিলেন। এমনকি ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, এখন পর্যন্ত ২০ প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য নিবন্ধন করেছেন। মঙ্গলবার নিবন্ধন শেষ হওয়ার কথা রয়েছে।

নিবন্ধনকৃতদের মধ্যে কোন প্রার্থীকে নির্বাচনে লড়ার অনুমতি দেওয়া হবে তা ঠিক করবেন আলেম ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দেশটির গার্ডিয়ান কাউন্সিল। নিবন্ধন শেষ হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে কেবল ইরানের প্রচলিত ব্যবস্থা অর্থাৎ গার্ডিয়ান কাউন্সিলের প্রতি অনুগত প্রার্থীদের নির্বাচনে লড়ার অনুমতি দেওয়া হয়েছিল। আহমাদিনেজাদ যেহেতু অনুগত ছিলেন না, তাই তাকে নির্বাচনে লড়ারও অনুমতি দেওয়া হয়নি।

ইরানে প্রেসিডেন্ট দেশটির সরকার প্রধান, তবে রাষ্ট্রের প্রধান নন। দেশটির সর্বোচ্চ নেতার ওপর ন্যাস্ত থাকেন সর্বোচ্চ ক্ষমতা। সেই হিসেবে বর্তমানে আলি খামেনির হাতে চূড়ান্ত ক্ষমতা। তবে আলি খামেনির সঙ্গে দ্বান্দ্বিক সম্পর্ক রয়েছে আহমাদিনেজাদের।

সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ সাতজন নিহত হওয়ার পর ২৮ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএইচ