রাজধানীর তেজগাঁওয়ে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস
Share on:
রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল ২৪ ভবনের পাশে একটি বহুতল ভবনে আজ বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর) দুপুরে আগুন লেগেছে।
রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল ২৪ ভবনের পাশে একটি বহুতল ভবনে আজ বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর) দুপুরে আগুন লেগেছে।
খবর পেয়ে তেজগাঁও এবং মোহাম্মদ ফায়ার সার্ভিস অফিস থেকে ৫টি ইউনিট দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে।
দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তেজগাঁও ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মো. শাহরিয়ার অপু।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, দুপুর পৌনে ১টার দিকে তেজগাঁওয়ে চ্যানেল ২৪ ভবনের পাশে একটি পরিত্যক্ত ১০ তলা ভবনের নিচতলায় রাখা মালামালে আগুন লাগে।
খবর পেয়ে তেজগাঁও থেকে ৩টি এবং মোহাম্মদপুর থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয় যায়নি বলে জানান ওই ফায়ার সার্ভিসকর্মী।
এইচএন