tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৩ এপ্রিল ২০২২, ০৯:৩৫ এএম

সুনির্দিষ্ট তথ্যেই বিএনপি নেতা মকবুল গ্রেফতার : পুলিশ


বিএনপি নেতা মকবুল হোসেন

রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থী সংঘর্ষে হতাহতের ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।


শুক্রবার (২২ এপ্রিল) রাতে নিউমার্কেট থানায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘তার (মকবুল) কী পরিচয়, কিংবা রাজনৈতিক পরিচয় কী আছে, সেসব বিষয় আমরা বিবেচনা করিনি। নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি তিনি। এ মামলায় আরও যারা এজাহারভুক্ত আছে, তাদেরকে আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমানে মকবুল হোসেন নিউমার্কেট থানা হেফাজতে রয়েছেন। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।’

এর আগে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখিয়ে নিউমার্কেট থানায় হস্তান্তর করে ডিবি।

প্রসঙ্গত, সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুরো নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। সোমবার রাতে শুরু হয় সংঘর্ষ থেমে থেমে মঙ্গলবার রাত পর্যন্ত চলে।

এইচএন