tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ১৪ অগাস্ট ২০২৪, ১৩:৪৯ পিএম

মূল্যস্ফীতি রোধ ও আর্থিক খাতের স্থিতিশীলতায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে: গভর্নর


855548_138

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি রোধ ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেবেন তিনি।


মঙ্গলবার রাতে ড. মনসুর বলেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও এটিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আর্থিক খাতের সব স্টেকহোল্ডারদের সাথে কাজ করবেন তিনি।

জুলাইয়ে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চ মুদ্রাস্ফীতি ১১.৬৬ হওয়া সত্ত্বেও পূর্ববর্তী প্রশাসনের অধীনে কেন্দ্রীয় ব্যাংক এটি নিয়ন্ত্রণে সম্পূর্ণ মনোযোগ দেয়নি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যেকোনো কেন্দ্রীয় ব্যাংকের জন্য শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন নবনিযুক্ত গভর্নর।

তবে অর্থ সরবরাহ, বিনিময় হারের স্থিতিশীলতা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ- সবগুলোই গভর্নরের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

এছাড়া জীবনযাত্রার মান, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান অনেকটাই নির্ভর করে যেকোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ওপর।

এফএইচ