আগামী দিনের বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ: মতিউর রহমান আকন্দ
Share on:
আগামী দিনের বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
শনিবার (২৪ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীলদের উদ্দেশে মতিউর রহমান আকন্দ বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেখানে থাকবে না কোনো লাঞ্ছনা-বঞ্চনা এবং ক্ষুধা ও দরিদ্রতা। যেখানে থাকবে আইনের শাসন ও ন্যায় বিচার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের মৌলিক মানবাধিকারসহ সকল অধিকার প্রতিষ্ঠিত থাকবে। বাংলাদেশকে এই ধরনের একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে জামায়াতে ইসলামীকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষে জামায়াতে ইসলামীকে একটি শক্তিশালী ও মজবুত সংগঠনে পরিণত করতে আপনাদের শপথ নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি সংগঠন সম্প্রসারণে সাবেক দায়িত্বশীলদের মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি ড. ছামিউল হক ফারুকী বলেন, দুর্বল ঈমানদার ও মুনাফিক প্রকৃতির লোক সব সময় ইসলামী আন্দোলন থেকে পিছিয়ে থাকে। ইসলাম বাংলাদেশে কায়েম হবে কি হবে না, তা নির্ভর করছে আপনাদের সঠিক ভূমিকা পালনের ওপর।
জামালপুর শহর শাখার আমির অ্যাডভোকেট আছিমুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি খন্দকার মোকাদ্দাস আলীর পরিচালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির কবির আহমদ হুমায়ুন, জেলা নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মির্জা আব্দুল মাজেদ সহ জেলা ও শহর শাখার নেতারা।
এমআই