tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৪ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ৩১


_ald65ded90b36e90

দক্ষিণ আফ্রিকার দেশ মালিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে গিয়ে পড়েছে।


এ দুর্ঘটনায় ৩১ জন নিহতসহ ১০ জন হওয়ার খবর পাওয়া গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে কেনিয়েবা শহর থেকে প্রতিবেশি বুরকিনা ফাসোর দিকে যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি নদীতে গিয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে সম্ভাব্য কারণ হিসেবে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে মনে করা হচ্ছে। আহত নিহতদের মধ্যে মালি ও পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

মালিতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়। মূলত ভাঙাচোরা রাস্তা ও পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণেই দেশটিতে দুর্ঘটনার হার বেশি বলে মনে করেন বিশ্লেষকেরা।

এনএইচ