tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২১, ১৫:০৬ পিএম

ভারতে সামরিক বিমান বিধ্বস্ত, কী ঘটেছে জেনারেল বিপিন রাওয়াতের ভাগ্যে ?


বিপিন রাওয়াত.jpg

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।


ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

তবে হেলিকপ্টারের আরোহী সামরিক কর্মকর্তারা হতাহত হয়েছেন কি-না তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ বুধবার ( ৮ ডিসেম্বর) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি জঙ্গলে এই সামরিক হেলিকপ্টার টি বিধ্বস্ত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তামিলনাড়ুর নীলগীরি এলাকায় সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

সামরিক হেলিকপ্টারটিতে ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন।

ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হলেও সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াতের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

এইচএন