আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ১৬ মে ২০২২, ১০:২৭ এএম
সোমালিয়ায় প্রেসিডেন্ট হাসান শেখ নির্বাচিত
Share on:
আফ্রিকান দেশ সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক নেতা হাসান শেখ মোহাম্মদ।
দীর্ঘ অপেক্ষার পর রোববার তিনি পদটি নিশ্চিত হন। সূত্র : আলজাজিরা
তিনি ২০১২-২০১৭ সময়কালেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিদ্রোহীদের হামলার আশঙ্কায় নিরাপত্তা লকডাউনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, ৩৬ জন প্রার্থীর দীর্ঘ নির্বাচনীপ্রক্রিয়ার পর পার্লামেন্টর কর্মকর্তারা জানান, হাসান শেখ ১৬৫ ভোট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদকে পরাজিত করেছেন।
তার মেয়াদ ২০২১ সালে শেষ হয়ে গেলেও নির্বাচন না হওয়ায় তিনি ওই পদে বহাল ছিলেন।
মোহাম্মদ আবদুল্লাহি পরাজয় শিকার করে নিয়েছেন। উল্লেখ্য, ইতালিয়ান পনিরের প্রতি আগ্রহ থাকায় তাকে ফারমাজো নামেও ডাকা হয়।
এইচএন