tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২৪, ১৪:২০ পিএম

যাত্রীদের সামনেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে বিয়ের প্রস্তাব পাইলটের, অতঃপর...


image-798494-1714029009

একজন পোলিশ পাইলট ওয়ারশ থেকে ক্রাকো যাওয়ার পথে তার ফ্লাইট অ্যাটেনডেন্ট বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন।


জবাব অবশ্যই 'হ্যাঁ' এসেছে। তারা লোট পোলিশ এয়ারলাইনসে কর্মরত। ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টে বান্ধবীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন ক্যাপ্টেন কনরাড হ্যাঙ্ক। তার হাতে তখন ছিল একরাশ ফুলের তোড়া। খবর সিএনএনের।

ক্যাপ্টেন যাত্রীদের সামনে তার বান্ধবীর উদ্দেশে বলেন, আজকের ফ্লাইটে একজন খুব বিশেষ ব্যক্তি আছে। প্রায় দেড় বছর আগে এই চাকরিতে যোগদানের পর আমার পরিচয় হয় সবচেয়ে বিস্ময়কর ব্যক্তির সঙ্গে, যে আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। তুমি কি আমাকে বিয়ে করবে?’

হ্যাঙ্ক এর কাছ থেকে আদুরে বার্তা পাওয়ার পর পাওলা বিমানের আইলে ছুটে যান তার ভবিষ্যৎ স্বামীকে আলিঙ্গন করতে। পোস্টটি দেখার পর অনেকেই এই যুগলকে শুভেচ্ছায় সিক্ত করেছেন।

মনিকা জিলিনস্কি যোগ করেছেন, আপনাদের দুজনকে অভিনন্দন! আপনাদের সুন্দর জীবন কামনা করছি। অনেকেই আশা করেছেন যে, তাদের সম্পর্ক ইলোনা জাহান এবং ইয়ান ডানকানের ৫০ বছরের রোম্যান্সের মতো দীর্ঘস্থায়ী হবে।

এই সম্পর্ক যখন শুরু হয়েছিল তখন জাহান একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন এবং ডানকান ১৯৭০ সালে রোম থেকে তেহরান যাওয়ার প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের ফ্লাইটে একজন পাইলট ছিলেন। ২০২১ সালে ৮৬ বছর বয়সে ডানকানের মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পর্ক স্থায়ী হয়েছিল।

এনএইচ