tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৮ অগাস্ট ২০২৩, ১৯:২৯ পিএম

আশুলিয়ায় বাসে আগুন, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার


bus-fire

আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।


মঙ্গলবার ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন, সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টভাবে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে চিহ্নিত করা হয়েছে। শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়। নাশকতার সঙ্গে আরও যারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আসামিরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এমবি