tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ২৯ জানুয়ারী ২০২২, ২২:০৬ পিএম

করোনায় আরও ২১ মৃত্যু, কমেছে শনাক্ত


করোনা১.jpg

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জন। এর আগে (শুক্রবার) ২০ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৪৪০ জন রোগী শনাক্ত হয়েছিল।


করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জন। এর আগে (শুক্রবার) ২০ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৪৪০ জন রোগী শনাক্ত হয়েছিল।

আজ শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৩ হাজার ২৩০টি। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩৭৩টি নমুনা। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।

নতুন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ২ বরিশালে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এইচএন