tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৩, ২০:১৪ পিএম

আবারও খরুচে মুস্তাফিজ, দিল্লির হার


২

দিল্লির গত ম্যাচ দিয়ে এবারের আইপিএলে প্রথমবার মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই ম্যাচে বল হাতে এক উইকেট পেলেও ছিলেন খরুচে। এমন পারফরম্যান্সের পরও আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই আশার গুড়ে বালি দিলেন এই পেসার। তার এমন বাজে পারফরম্যান্সের দিনে দিল্লি হেরেছে ২৩ রানের ব্যবধানে।


শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছিল বেঙ্গালুরু। যেখানে হাঁফ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে পেরেছে দিল্লি।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দিল্লি। ইনিংসে চতুর্থ বলে সিলভার ডাক খেয়ে ফেরেন পৃথ্বী শ। পরের ওভারে মিচেল মার্শও ডাক খেয়েছেন। এরপর তৃতীয় ওভারে ইয়াশ ধুল ফিরেছেন মাত্র ১ রান করে। এরফলে ২ রান তুলতেই ৩ উইকেট হারায় দিল্লি।

লক্ষ্য তারা এমন বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়ার্নারের দল। যদিও মিডল অর্ডার ব্যাটাররা চেষ্টা করেছেন। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মাঝেও হাঁফ সেঞ্চুরি পেয়েছেন এদিন মানিশ পান্ডে। তাছাড়া অক্ষর প্যাটেল ২১ ও অপরাজিত ২৩ রান করেছেন এনরিখ নরকিয়া।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় বেঙ্গালুরু। টপ অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে তারা। যেখানে বেশ খরুচে বোলিং করেছেন মুস্তাফিজ। বাংলাদেশি এই পেসার ৩ ওভার বোলিং করে ৪১ রান খরচ করেছেন, অথচ কোনো উইকেটের দেখা পাননি।

এমআই