tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৩, ১৭:৪৩ পিএম

ইকুয়েডরে ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ৫০


0

ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।


সোমবার (২৭ মার্চ) উদ্ধারকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

রোববার (২৬ মার্চ) রাতে ক্ইুটো থেকে তিনশ কিলোমিটার দক্ষিণে চিমবোরাজো প্রদেশের আলূসি গ্রামে এ ভূমিধস হয়। এতে বেশকিছু সংখ্যক বাড়ি চাপা পড়ে। আহত হয়েছে ২৩ জন।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে হিমবাহের কারণেও কিছু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও তিনটি স্কুল বন্ধ হয়ে গেছে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, অগ্নিনির্বাপনকারীরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে আশপাশ থেকে ওই গ্রামে ছুটে আসছে। দুর্গত এলাকা থেকে সব নাগরিককে সরিয়ে আনারও আহ্বান জানান তিনি।

এন