tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ অগাস্ট ২০২৩, ০৯:১৯ এএম

দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হলেন নানগাগওয়া


1
দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হলেন নানগাগওয়া

দ্বিতীয় মেয়াদের জন্যে ‘কুমির’ নামে খ্যাত এমারসন নানগাগওয়া আফ্রিকান দেশ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।


শনিবার (২৬ আগস্ট) দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

জিম্বাবুয়ের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দলগুলো দাবি করেছে, ব্যাপক ভোট কারচুপি হয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেশটির নির্বাচন নিয়ে জানিয়েছেন, ভোটে গণতান্ত্রিক মানদণ্ড ছিল না।

জিম্বাবুয়ের তৃতীয় প্রেসিডেন্ট নানগাগওয়া। দেশটির প্রবীণ শাসক রবার্ট মুগাবের বিরুদ্ধে ২০১৭ সালের একটি অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পান তিনি।

তবে দেশটির নাগরিকরা এখনও উচ্চ মুদ্রাস্ফীতি, দারিদ্র্য এবং ভয়যুক্ত পরিবেশের মুখোমুখি। দেশটিতে গত মাসে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার ছিল।

চলতি বছরের গত জুলাই মাসে ডলারের দাম আগের বছরের তুলনায় ১০১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। দেশটিতে বেকারত্বের হারও ব্যাপক।

নানগাগওয়া যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন নির্মমতার জন্য ‘কুমির’ নামে পরিচিতি পান তিনি।

এন