জাতীয়
প্রকাশনার সময়: ২৫ জুন ২০২২, ০৯:১৯ এএম
বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
Share on:
দেশের বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৪ জুন) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়েছে, টেকসই পরিবহন অবকাঠামো তৈরি করা হলে মানুষের মধ্যে যোগাযোগ ও পণ্য পরিবহন কার্যকরীভাবে করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও বলা হয়েছে, পদ্মা সেতু দক্ষিণ এশিয়াতে কানেক্টিভিটি প্রসারে বাংলাদেশের নেতৃত্বের এটি আরেকটি উদাহরণ। এই সেতুর মাধ্যমে বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করবে এবং বাণিজ্য ও জীবনমানের উন্নতি করবে।
শনিবার (২৫ জুন) বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত বৃহত্তম এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এইচএন