tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৪ মার্চ ২০২৩, ২০:৪৮ পিএম

রমজানে দেশব্যাপি ফুডপ্যাক বিতরণের ঘোষণা শিবিরের


central program

রমজানে দেশব্যাপি অসহায় দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মাসব্যাপি এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।


শুক্রবার রাজধানীতে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রিয় সভাপতি রাজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম।

কর্মসূচি উদ্বোধন করে কেন্দ্রিয় সভাপতি বলেন, ‘একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে ছাত্রশিবির সব সময় সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে রমজান পালন করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় রমজানে দেশব্যাপি অসহায় দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রশিবির। আজ আমরা এর উদ্বোধন করছি।’

তিনি আরও বলেন, ‘এ কর্মসূচি পালনে সারাদেশের প্রতিটি জেলায় ছাত্রশিবির অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তবে আমাদের কল্যাণমূলক কর্মকাণ্ড থামিয়ে দিতে রাষ্ট্রশক্তি বরাবরই হীন চেষ্টা করে যাচ্ছে। আমরা এ ঘৃণ্যকর্মের নিন্দা জানাই। যারা সমাজ গঠনের কাজকে থামিয়ে দিতে চায়, তাদের আমরা জানিয়ে দিতে চাই, ছাত্রশিবির জন্মলগ্ন থেকে বাতিলের প্রতিকূলতা মোকাবিলা করেই গঠনমূলক কাজ করে যাচ্ছে। সুতরাং আজও কোনো বাধা-বিপত্তি ছাত্রশিবিরকে কল্যাণমূলক কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা মানবতার পাশে ছিলাম এবং মানবতার পাশে থাকব, ইনশাআল্লাহ।’

রাজিবুর রহমান বলেন, ‘একটি কল্যাণময় সমাজ বিনির্মাণের আগ পর্যন্ত আমরা ক্লান্ত হব না, থেমেও যাব না। মহান আল্লাহ যেন আমাদের সত্যের পথে সুদৃঢ় রাখেন এবং আমাদের কল্যাণকর কাজ যেন আরো বিস্তৃত হয়।’

তিনি বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই বিপদগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করে। জাতি দেখেছে, সিলেটে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অবস্থায় যখন দেশের রাজনৈতিক নেতারা হাত গুটিয়ে বসে ছিলেন, তখন জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান ঝড়, বৃষ্টি উপেক্ষা করে বিপদগ্রস্ত মানুষের কাছে ছুটে গিয়েছেন। কিন্তু এমন মানবদরদি মানুষকেও আজ সরকার কারাবন্দী করে রেখেছে। আমরা এমন সময় রমজান পালন করছি, যখন কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ আলেম-ওলামা ও রাজনৈতিক নেতারা জালিমের কারাগারে বন্দী। আমরা দোয়া চাইছি, আল্লাহ তায়ালা যেন এই জুলুমতন্ত্রের অবসান ঘটান এবং গ্রেফতার প্রাণপ্রিয় নেতা ও আলেমসমাজকে আমাদের কাছে ফিরিয়ে দেন। মহান আল্লাহ আমাদেরকে রমজানের সর্বোচ্চ পুরস্কারের অধিকারী করুন। আমিন।’

তিনি ছাত্রশিবিরের সকল শাখা ও জনশক্তিকে যথাযথভাবে ফুডপ্যাক বিতরণ কর্মসূচি পালন করার আহ্বান জানান। একইসাথে সরকার ও বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

এমআই