tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৬ জুলাই ২০২৩, ১৭:৪৯ পিএম

পুলিশের ঊর্ধ্বতন আরও ৩৫ কর্মকর্তাকে বদলি


৩

পুলিশের ১৬ উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বদলির পর এবার অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। এ নিয়ে একদিনে ৫১ কর্মকর্তাকে বদলি করা হলো।


রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন– গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন সরদারকে ঢাকা রেঞ্চে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইদুর রহমান খানকে পুলিশ স্টাফ কলেজে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে নৌ পুলিশ ইউনিটে, বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জে, বিশেষ শিক্ষার অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে, রাজশাহী মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনকে বিশেষ শাখায়, রাজশাহী মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুন্নাহারকে বিশেষ শাখায়, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে বিশেষ শাখায়, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফএম আঞ্জুমান কালামকে পুলিশ অধিদপ্তরে, নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়কে রংপুর রেঞ্জ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে পুলিশ অধিদপ্তরে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান কক্সবাজারের অধিনায়ক, কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটেলিয়ান অধিনায়ক শহীদ হারুন অর রশিদকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মান্নান মিয়াকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিমকে এন্টি টেরোরিজম ইউনিটে, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. হেমায়েতুল ইসলামকে রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে টুরিস্ট পুলিশে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালক চৌধুরী মঞ্জুরুল কবিরকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদকে রাজশাহী রেঞ্জ রিভার্স ফোর্সের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া রেঞ্জ রিজার্ভ ফোর্স রাজশাহীর অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাককে বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক, ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মেহেদুল করিমকে রেঞ্জ রিজার্ভ ফোর্স রংপুরে, রেঞ্জ রিজার্ভ ফোর্স রংপুরের অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে অপরাধ তত্ত্ব বিভাগের অতিরিক্ত ডিআইজি, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেন ভুঁইয়াকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি, বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুনকে বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটলিয়নের অতিরিক্ত ডিআইজি, বিশেষ শাখা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আহমার উজ্জামানকে গাজীপুর মহানগরী পুলিশের অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলমকে বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত ডিআইজি, ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রেজাউল করিমকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এমআই