২৮ অক্টোবরের পল্টন হত্যাযজ্ঞ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি শাহিনুর ইসলাম। সহকারি সেক্রেটারি এবিএম কামাল হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় শাহিনুর ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাযজ্ঞ ছিল ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে পৈশাচিকভাবে রাজপথে এভাবে মানুষ পিটিয়ে হত্যার ঘটনা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে।
তিনি পল্টনে নিহতদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহ তায়ালার দরকারের দোয়া করেন এবং তাদের পরিবারের সদস্যদের সবরে জামিলের তৌফিক কামনা করেন।
তিনি বলেন, পল্টন ট্রজেডির পর দীর্ঘদিন অতিক্রান্ত হলেও সে হত্যাকাÐের কোন বিচার হয়নি বরং এ ঘটনায় আনীত মামলাগুলো প্রত্যাহার করে নিয়ে দেশের বিচার ব্যবস্থায় খারাপ নজীর স্থাপন করা হয়েছে।
তিনি অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এন