tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৩, ১৯:৩৫ পিএম

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড, কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা


bongo-bazar-fire-2023

একনেক সভার আলোচনায় রাজধানীর বঙ্গবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উঠে এসেছে। এ নিয়ে দীর্ঘ আলোচনার পর বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানের পাশাপাশি এর সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, সভায় বঙ্গবাজারে আগুনের বিষয়টি আলোচনায় আসে। প্রধানমন্ত্রী এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক আবেগপ্রবণ হয়ে পড়েন। এতোগুলো পরিবার ঈদ সামনে রেখে কী করবে, এই ভেবেও প্রধানমন্ত্রী অনেক কষ্ট অনুভব করেন।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাসহ র্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নেন।

এন