ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
Share on:
ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে থেকে রাবনা বাইপাস পর্যন্ত মহাসড়কে দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
টানা বৃষ্টি ও পৃথক সড়ক দুর্ঘটনার জন্য এ যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন মালিকরা।
পুলিশ জানায়, রাতে কয়েক ঘণ্টা টানা বৃষ্টির কারণে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলতে থাকে। এ অবস্থায় রাত ১২টায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ট্রাকের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন আহত হন।
পুলিশ গাড়ি দুটিকে সড়িয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা জব্দ করে রাখেন। এছাড়া মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে মধ্য রাতে সড়ক দুর্ঘটনা হয়। এ কারণেই রাত থেকে যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।
এইচএন