tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৭ অগাস্ট ২০২৪, ১০:৫৮ এএম

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাইয়ের অবৈধ দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার


whatsapp_image_2024-08-27_at_9.31.11_am

সোমবার (২৬ আগস্ট) ৬ ঘণ্টার অভিযানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের কাছে অবৈধ দখলে থাকা ৫৫ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। এরশাদ মাহমুদ প্রায় ১৬ বছর ধরে এসব জমি দখল করে রেখেছিলেন


সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেস্তোরাঁ ও গবাদি পশুর খামারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অভিযান পরিচালনা করে বন বিভাগ।

কর্মকর্তারা জানান, খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি অঞ্চলের ৫০ একর বনভূমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এ জমিতে ছয়টি গোয়ালঘর ও ছাগলের শেড নির্মাণ করা হয়। এছাড়া বাঁধ নির্মাণ করে মাছ চাষের জন্য তিনটি পুকুর ও একটি পিকনিক স্পট তৈরি করা হয়েছে।

এর পাশাপাশি বান্দরবান সড়কের দশমাইল এলাকায় বন বিভাগের মালিকানাধীন আরও পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে। এই জমিতে একটি রেস্টুরেন্ট ও একটি পুকুর তৈরি করা হয়েছিল।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ও সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ ও ও শহর রেঞ্জ চট্টগ্রামের কর্মকর্তারা অংশ নেন।

আবদুল্লাহ আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পরিবারের সদস্যরা গত ১৬ বছর ধরে অবৈধভাবে ২২০ একর বনভূমি দখল করে রেখেছিলেন।

তিনি বলেন, 'আমরা অভিযান চালিয়ে গরু ও ছাগলের থাকার ছয়টি ঘর উচ্ছেদ করেছি। পুকুরের পাড় কেটে পানি ছেড়ে দেওয়া হয়েছে। বান্দরবান সড়কের পাশের সব অবৈধ রেস্টুরেন্টও উচ্ছেদ করা হয়েছে।'

আবদুল্লাহ আল মামুন জানান, দখলমুক্ত করা এলাকায় বন বিভাগ বনায়নের পরিকল্পনা করছে।

হাছান মাহমুদের পরিবারের সদস্যদের অবৈধ দখলে থাকা অন্য সব জমিতেও শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এফএইচ