শপথের দাবি অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে : শামসুল ইসলাম
Share on:
শপথের দাবি অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম।
তিনি বলেন, আমরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় বরং দ্বীন কায়েমের জন্য আন্দোলন করছি। আমাদের দায়িত্ব একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেকে গড়ে তোলা। আমরা ইসলামী সমাজ বিনির্মাণের জন্য নিজেকে একজন যোগ্য দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবো। শপথের দাবি অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে।
সোমবার (২৫ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো: আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক রুকন সম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা শামসুল ইসলাম বলেন, আমাদের জ্ঞানগত যোগ্যতা অর্জন করতে হবে। ইসলামী সাহিত্য অধ্যয়ন গবেষকের মন দিয়ে করতে হবে। মানুষের জন্য কল্যাণকর সকল আদর্শ সম্পর্কেও আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। আমাদেরকে পাঁচটি চারিত্রিক যোগ্যতা অর্জন করতে হবে। তা হলো কথা ও কাজে মিল থাকা, মেজাজের ভারসাম্য রক্ষা করা, মধুর ও মিষ্টি ব্যবহারের অধিকারী হওয়া এবং উদার মনের অধিকারী হওয়া।
তিনি বলেন, আমাদেরকে পাঁচটি চারিত্রিক দোষ থেকে মুক্ত থাকতে হবে। অশ্লীল কথাবার্তা, গীবত চর্চা, রাগ, গর্ব-অহংকার এবং অন্যের দোষ খুঁজে বেড়ানো থেকে মুক্ত থাকতে হবে। আমাদেরকে সাংগঠনিক যোগ্যতা অর্জনের জন্য পাঁচটি কাজ মনোযোগ সহকারে করতে হবে। দাঈ ইলাল্লাহ হিসেবে কাজ করা, কর্মী তৈরির যোগ্যতা অর্জন করা, নেতৃত্ব তৈরির যোগ্যতা অর্জন করা, জনপ্রতিনিধির যোগ্যতা অর্জন করা এবং সমাজকর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার যোগ্যতা অর্জন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
আরো বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি