tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১০ পিএম

নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় যে প্রতিক্রিয়া দেখালেন পুতিন


image_125241_1727587306
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকায় টার্গেটেড ওই হামলা চালানো হয়।

মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর সদরদপ্তর লক্ষ্য করে অন্তত ৮৫ টন বোমা ফেলা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বিশ্বনেতারা যখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাজির হয়েছিলেন, তখন এই হামলা চালানো হয়। এতে হাসান নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহ আরও শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। ওই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জ্ঞাপন করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটি বলছে, ইসরায়েলের এমন আক্রমণে শুধু লেবাননই নয় পুরো মধ্যপ্রাচ্যে নাটকীয় পরিণতি নিয়ে আসতে পারে।

এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে জড়িয়ে পড়ার উসকানি দিতেই ইসরায়েল এই আততায়ী হামলা চালিয়েছে। তার ভাষায়, পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতে এই হামলা চালানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

এনএইচ