tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩ পিএম

যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেটা বাস্তবায়ন করবোই: ড. ইউনুস


126553_yunus

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করবোই। এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই।’


রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এদিন বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শুরুতেই যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে, তারা চলে গেছে। তোমাদের দিকে (শিক্ষার্থীরা) তাকাচ্ছিলাম আর ভাবছিলাম তোমরা শহীদ হয়ে যেতে পারতে। শুধু ভাগ্যের খেলা তোমরা এদিকে রয়ে গেছো, তারা ওদিকে রয়ে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারতো। কিন্তু এ সুযোগ তাদের দেয়া হয়নি। আমরা এপার ও তারা ওপারের মানুষ হয়ে গেছি।’

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে যান প্রধান উপদেষ্টা।

সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন হাসপাতালে যাই দেখার জন্য তখন তাদের দেখে কষ্ট হয়। এই রকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে এইরকমভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।’

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘যারা জীবনের বিনিময়ে আমাদের এখানে বসার সুযোগ দিয়েছেন তাছাড়া আজ আমরা এখানে বসতে পারতাম না, আমরা যারা সরকারে মধ্যে বসেছি।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গতকাল একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য।

কচি কচি প্রাণ, মাথার খুলি উড়ে গেছে। মাথার অর্ধেক নেই। গুলি মাথার ভেতরে রয়ে গেছে।

এফএইচ