tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
টাইম ফোকাস প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২২, ১৩:২১ পিএম

এপ্রিলে আকস্মিক বন্যার আভাস


আবহাওয়া

দেশে এপ্রিল মাসে দুই থেকে তিনটি মৃদু কিংবা মাঝারি তাপপ্রবাহ ও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস নিয়ে রোববার ঢাকা ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রে সশরীরে ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। এতে মার্চ মাসের আবহাওয়া পর্যালোচনা করে এপ্রিল মাসের জন্য কিছু পূর্বাভাস দেওয়া হয়।

এক মাস মেয়াদী এই পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে। অন্যত্র ৩ থেকে ৫ দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।

এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এপ্রিল মাসে দেশের কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।

এইচএন