সাকিব ভাই দেশের সম্পদ, এমন মামলা অপ্রত্যাশিত : শান্ত
Share on:
সাকিব আল হাসান। নিঃসন্দেহে বাংলাদেশের পোস্টার বয়। ক্রিকেট মাঠে বহু অর্জন উপহার দিয়েছেন বাংলাদেশকে। একের পর এক গেঁথেছেন রেকর্ডের মালা।
সেই সাকিব আবার মাঠ ও মাঠের বাইরে সমালোচিতও হয়েছেন বারবার। ক্যারিয়ারে খারাপ সময়ও পার করেছেন অনেকবার। তবে, সবকিছুকে ছাপিয়ে গেছেন এবার।
এবার তাকে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত করা হয়েছে। হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে।
এমন চাপের মুখে থেকে বাংলাদেশের জার্সিতে গতকাল আরেকটি ইতিহাস গড়ে ফেলেন সাকিব। সেই সঙ্গে দলের জয়ে ভূমিকা রাখেন। নিজের মাঠের বাইরের আলোচনার ছিটেফোটাও পড়তে দেননি বাইশ গজে।
এর জন্য অবশ্য সতীর্থদের সাপোর্টও পাচ্ছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের পাশাপাশি সতীর্থরা একে একে সাকিবের পাশে থেকে পোস্ট দিচ্ছেন। আজ সোমবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পোস্ট করেছেন।
সাকিবের পাশে নিজের ফেসবুকে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’
আরেক সতীর্থ এনামুল হক বিজয় সাকিবকে নির্দোষ দাবি করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য।
বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনার সঙ্গে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুমিনুল হকও সাকিবের ব্যাপারে সরব। তিনিও এই মামলাকে অপ্রত্যাশিত উল্লেখ করে লিখেছেন, 'প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!'
এমন মিথ্যা মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে উল্লেখ করে সাবেক এই টেস্ট অধিনায়ক আরও লেখেন, 'গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।'
এসএম