বেলারুশে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো রাশিয়া
Share on:
বেলারুশে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা 'পান্তসির-এস' মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হলো।
বেলারুশে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা 'পান্তসির-এস' মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হলো।
আজ শনিবার ( ২৯ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেলারুশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সেদেশে ১২টি পান্তসির-এস মোতায়েন করা হয়েছে।
এর প্রতিটিতে রয়েছে ১২টি করে ক্ষেপণাস্ত্র। রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জোন থেকে ট্রেনে করে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেলারুশে নেয়া হয়েছে।
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সরাসরি সমর্থন দিয়েছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার যুদ্ধ নিয়ে কোনো আগ্রহ নেই। তবে মিত্র দেশ রাশিয়া বা বেলারুশ যদি আক্রান্ত হয় তাহলে ভিন্ন কথা।
গত বছর রাশিয়া ও বেলারুশ বড় যৌথ সামরিক মহড়া চালিয়েছে। সামনেও আরও একটি মহড়ার কথা রয়েছে।
পান্তসির-এস হচ্ছে রাশিয়ার তৈরি স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে একটি করে রাডারের পাশাপাশি রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা।
এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ৩৬ কিলোমিটার উঁচুতে অবস্থানকারী বস্তুকে শনাক্ত করতে পারে এবং ১৫ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করে দিতে পারে।
এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি সামরিক ও বেসামরিক স্থাপনা রক্ষায় ব্যবহার করা হয়। এই ব্যবস্থার কার্যকারিতা অনেকটা এস-৩০০ এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো।
তবে এই প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এস সিরিজের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কম।
এইচএন