tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৫ পিএম

যুব এশিয়া কাপে সেমিতে বাংলাদেশ


bd_u19_20231213_182908447

যুবাদের এশিয়া কাপে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।


প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও জাপানের বিপক্ষে দাপটে জয়ের পর আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে আশিকুর রহমান শিবলির অপরাজিত শতকে নেমে ৫৫ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।

শ্রীলঙ্কার দেওয়া ২০০ রানের লক্ষ্যে বল করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জিসান আলম দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফিরেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি ও মোহাম্মদ রিজওয়ান চৌধুরী।

এই দুই টপ অর্ডারের ব্যাটে ম্যাচের হাল ধরে টাইগাররা। ১৭তম ওভারে ৭৪ রানের জুটি ভাঙেন বিশ্ব লাহিরু। ৩২ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরেন রিজওয়ান। তবে এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন ওপেনার শিবলি।

এই ডানহাতি ব্যাটারকে দারুণ সঙ্গ দিয়েছেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। দুই টপ অর্ডারের সঙ্গে মাঝারি জুটি গড়ে নিজের শতক তুলে নিয়ে দলের জয়ের ভীত গড়েন আশিকুর রহমান শিবলি। ৪১তম ওভারে ৬ উইকেট হাতে রেখেই নিজের টানা তৃতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমেই টস ভাগ্য টাইগারদের পক্ষে যায়। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মাহফুজুর রহমান রাব্বি।

অধিনায়কের সিদ্ধান্ত শুরুতেই সঠিক প্রমাণ করেন বোলাররা। তাদের ধারাবাহিক বোলিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১৯৯ রানের পুঁজি পায় লঙ্কানরা। টাইগারদের হয়ে ৩টি উইকেট নেন ওয়াসি সিদ্দিকি।

এসএম