বঙ্গবন্ধুর নামে পার্ক উদ্বোধন করতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Share on:
তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আবক্ষ ভাস্কর্য ও একটি উদ্যান গড়ে তোলা হয়েছে। আগামী সোমবার (১৩ ডিসেম্বর) পার্কটি উদ্বোধন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পার্ক উদ্বোধন করতে ২ দিনের সফরে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্রমন্ত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর নামে একটি আবক্ষ ভাস্কর্য ও একটি উদ্যান গড়ে তোলা হয়েছে।
আগামী সোমবার (১৩ ডিসেম্বর) পার্কটি উদ্বোধন করা হবে। একইসাথে তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে বৈঠক হতে পারে ড. মোমেনের।
উল্লেখ্য, করোনার মধ্যে গত বছরের সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন ড. মোমেন।
এইচএন