রাজধানীতে দুই বাসে আগুন
Share on:
রাজধানীর বাংলামোটর ও মিরপুর বাংলা কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, কাওরান বাজার থেকে শাহবাগগামী সড়কের বাংলামোটর মোড়ের পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এর আগে বিকেল পৌনে চারটার দিকে মিরপুর এক নম্বর সেকশনের বাংলা কলেজের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়া হয়। বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন জানান, মিরপুর রুটে চলাচলকারী শিক্ষার্থীদের নামিয়ে চৈতালী নামের ওই বাসটি নিয়ে আমি কল্যাণপুর ডিপোতে ফিরছিলাম।
বাংলা কলেজের সামনে মানুষজন আমাকে বলে, আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় বাংলা কলেজের শিক্ষার্থীরা আমাকে সহায়তা করে। সকলের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানাতে পারেননি বাসটির চালক। ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়।
এতে বাসের একটি সিট পুড়ে গেছে। ফিরতি পথে বাসে অল্প কিছু যাত্রী ছিল। তেমন ক্ষতি হয়নি। বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।