রমজানেও আল-আকসা প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা : ইসরায়েল
Share on:
পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
ইসরায়েলের সংবাদ মাধ্যম ‘চ্যানেল-১৩’ এর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেট’ এর সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি সীমানায়, দেশটির পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের জেরে, নেতানিয়াহু প্রশাসন রমজানের সময় আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই সাথে, ইসরায়েলের এমন সিদ্ধান্তকে ‘অপরাধ’ বলে উল্লেখ করেছে হামাস। তবে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়, সীমিত সংখ্যক ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হবে।
অবশ্য গেল অক্টোবরে, গাজায় অভিযান শুরুর পর থেকেই মুসলমানদের আল আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশেষ করে, শুক্রবারে জুমার নামাজ আদায়ে সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করা হয়। বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন।
এসএম