কার্যক্রম শুরু করেছে টিসিবি
Share on:
বাজারে নিত্যপণ্যের মূল্য সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। অনেক পণ্যের মূল্য এখনো বাড়ছে। এতে নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে ত্রাহি অবস্থা। নিম্ন ও নিম্নমধ্যবিত্ত সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চারটি নিত্যপণ্য (সয়াবিন তেল, মসুর ডাল, পেয়াজ ও চিনি) অনেকটা সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে।
চলতি বছরের নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রোববার (৬ মার্চ) সকাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা মহানগরে ১৫০টি ট্রাকে বিক্রি হবে টিসিবির পণ্য। এ দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত চলবে। পরে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ফের পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন বিক্রি হবে টিসিবির পণ্য।
টিসিবি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে দুইবার করে সুলভ মূল্যে পণ্য দেবে টিসিবি।
উল্লেখ্য, ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রি কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হবে।
এমআই