tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২৪, ১৭:৫৬ পিএম

আন্দোলনে আহত ১৩২ জনকে চেক প্রদান


1728818180-d515dc95be25e9e1402d10e15171dc23

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহতদের মধ্যে ১৩২ জনকে এক কোটি ৩২ লাখ টাকার চেক প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।


রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ১৩২ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এই টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।

তিনি বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আহতদের হাতে চেক তুলে দিয়েছেন দুই উপদেষ্টা। শিগগিরই সারা দেশে আহত এবং নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

এফএইচ