tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২৩, ২১:৩৯ পিএম

কুমিল্লায় ৭ বগি লাইনচ্যুত : ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ


34

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।


রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঢাকার সাথে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হয়ে গেছে বলে জানা গেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান তিনি।

এন