tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২২, ২০:১৫ পিএম

দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৩৩


Covid19-2022

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে আক্রান্ত কারো মৃত্যু ঘটেনি।


ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১৩ হাজার ৯৪ জনে দাঁড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ জনই অপরিবর্তিত থাকল।

সোমবার (৫ সেপ্টেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এইচএন