tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৫ এপ্রিল ২০২৩, ২১:১৪ পিএম

জামিন পেলেন ভারতের প্রখ্যাত দাঈ কালিম সিদ্দিকী


৩৩

জামিনে মুক্তি পেয়েছেন ভারতের প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকী। বুধবার (৫ এপ্রিল) ইলাহাবাদ হাইকোর্টের লখনো বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। অচিরেই তিনি জেলহাজত থেকে মুক্তি পাবেন।


জানা যায়, ভারতের মীরাঠ প্রদেশ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে গ্রেফতার হন মাওলানা কালিম সিদ্দিকী। এ সময় তার তিন ঘনিষ্ঠ সহচরকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় স্থানীয় প্রশাসন অভিযোগ করেছিল, তিনি এমন একটি সংস্থার সাথে জড়িত, যারা হিন্দুদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করে। এ কাজে তিনি অন্যান্য দেশ থেকে আর্থিক সহযোগিতা পান।

উল্লেখ্য, হিন্দুদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার অভিযোগে গ্রেফতার ব্যক্তি হিসেবে মাওলানা কালিম সিদ্দিকীই প্রথম নন। তার আগেও অনেককে এ অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের মাঝে উমর গৌতম ও মুফতি কাজি অন্যতম। সূত্র: ইটিভি ভারত

এমআই