tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৩, ১৮:১১ পিএম

এমন নির্বাচন করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে: ইসি


img-20231126-wa0002

নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, তারা এবার এমন নির্বাচনের আয়োজন করবেন যে তা ভবিষ্যৎ প্রজন্ম ও ভবিষ্যতের সব নির্বাচনের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল, ভোলা ও পটুয়াখালীর নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে রোববার (২৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বরিশাল সিটি নির্বাচনে নির্বাচন কমিশন বলেছিল সুষ্ঠু ভোট হবে, কিন্তু সেই নির্বাচনে প্রার্থীর ওপর হামলা হলো। জাতীয় নির্বাচনে প্রার্থীর ওপর হামলা হবে না, তার নিশ্চয়তা কীভাবে দেবে কমিশন?—এমন প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব বলেন, 'আমি সবসময় একটা কথা বলি, অতীতকে কখনও পরিবর্তন করা যায় না।

অতীত থেকে শিক্ষা নিয়ে এমন নির্বাচন করব যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যতের সব নির্বাচনের জন্য এই নির্বাচন অনুকরণীয় হয়ে থাকবে। আপনারা বরিশালের অনেক নির্বাচন দেখেছেন। গত সিটি নির্বাচনও দেখেছেন। ব্যতিক্রম কখনও উদাহরণ হতে পারে না।'

অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার আন্তরিক প্রচেষ্টা নির্বাচন কমিশনের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন। নির্বাচন কমিশন মনে করে সবার ওপর অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষভাবে পালন করবেন। দায়িত্ব পালনে কখনো দলীয় মনোভাব পোষণ করা যাবে না।'

বিএনপি নির্বাচনে আসবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা আন্তরিক। ব্যক্তিগতভাবে তাদের (বিএনপি) সঙ্গে কথা বলেছি। কমিশন অনানুষ্ঠানিকভাবে তাদের দাওয়াত দিয়েছে। বলেছি, আসেন, দেখেন কাছে থেকে। আমি কতটুকু খারাপ বা ভালো, তা কাছ থেকে বিবেচনা করেন।'

ভোটে ভোটার উপস্থিত করার দায়িত্ব প্রার্থীর উল্লেখ করে ইসি আহসান হাবিব বলেন, 'আমাদের তরফ থেকে দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।

এমএইচ