tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ জুন ২০২২, ১০:০৯ এএম

আজিয়ান সাগর ইস্যুতে গ্রিসকে হুমকি দিয়েছে তুরস্ক


Turky President-2022

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান আজিয়ান সাগরের দ্বীপসমূহ থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে গ্রিসকে হুমকি দিয়েছে। প্রতিবেশী দেশকে তিনি হুমকি দিয়ে বলেছেন, ‘আমি মজা করছি না’।


বৃহস্পতিবার (৯ জুন) ‘EFES-টু থাউজেন্ড টোয়েন্টি টু’ নামের সামরিক বাহিনীর এক মহড়ায় এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন।বার্তা সংস্থা এপি এই তথ্য জানান।

তুরস্ক দাবি করেছে, চুক্তি ভঙ্গ করে গ্রিস আজিয়ান সাগরের দ্বীপসমূহে অস্ত্র মোতায়েন করছে। কিন্তু গ্রিসের কাছে এ দ্বীপগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, সেখানে তারা কোনো ধরনের সামরিক স্থাপনা তৈরি করবে এ শর্তে।

তবে গ্রিস দাবি করছে, তুরস্কের কাছে অবস্থিত দ্বীপসমূহ অরক্ষিত রাখা যায় না।

গ্রিসকে হুমকি দিয়ে এরদোগান বলেন, আমরা গ্রিসকে আমন্ত্রণ জানাচ্ছি সেই দ্বীপগুলোতে অস্ত্র মজুদ বন্ধ করুন, যেটি একটি বেসামরিক স্থান। আপনারা আন্তর্জাতিক চুক্তি মেনে চলুন।

এরপর এরদোগান বলেন, আমি মজা করছি না। আমি সিরিয়াসলি কথা বলছি। এই জাতি (তুরস্ক) বদ্ধপরিকর।

এদিকে তুরস্ক ও গ্রিস দুটি দেশই ন্যাটো জোট ভুক্ত। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক বেশ খারাপ। গত ৫০ বছরের মধ্যেই তিনবার দুই দেশের মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয়েছিল। সর্বশেষ ১৯৯৬ সালে একটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে দুই দেশ মুখোমুখি অবস্থান নেয়।

গ্রিসকে আরও হুমকি দিয়ে এরদোগান বলেন, আমরা গ্রিসকে সতর্ক করছি স্বপ্ন, বিবৃতি ও সেসব কার্যক্রম থেকে দূরে থাকুন যেগুলোর জন্য দুঃখ করবেন। একশ বছর আগে যেমনটি দুঃখ করেছিলেন।

প্রসঙ্গত, প্রায় ১০০ বছর আগে তুরস্কের ওপর হামলা চালিয়েছিল গ্রিস। প্রায় ৩ বছর গ্রিকদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করে তুরস্ক।

এইচএন