বিএনপির যুগপৎ আন্দোলনের ৮ সঙ্গীকে ইসির আমন্ত্রণ
Share on:
বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরদিন দলটির শরিক দলগুলোকে আমন্ত্রণ জানাল নির্বাচন কমিশন।
এসব দলের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশর সমাজতান্ত্রিক দলকেও (বাসদ) আমন্ত্রণ জানিয়েছে ইসি।
ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিবের কাছে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনানুষ্ঠানিক আলোচনায় বসার জন্য আধা সরকারিপত্র দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে ইসির সে আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপি। তবে বিএনপি মহাসচিবের কাছে চিঠির জবাব লিখিত আকারেই প্রত্যাশা করেন সিইসি।
আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
এমআই