tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ অগাস্ট ২০২৪, ১৯:১৩ পিএম

চীন কেন্দ্রিক পারমাণবিক প্রকল্প অনুমোদন বাইডেনের


123843_Kaium-5

চীন কেন্দ্রিক নতুন একটি পরমাণু প্রকল্প অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, গত মার্চ মাসে একটি অতি গোপন নথিতে সই করেছেন বাইডেন। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া কেন্দ্রিক পরমাণু প্রকল্প মোকাবিলায় পেন্টাগনকে প্রস্তুত থাকতেও নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, পরমাণু প্রকল্প বিষয়ক নথি প্রতি চার বছর পর একবার সংশোধন করা হয়। তবে এই প্রকল্পে অনুমোদন দিলেও তা এখনও জনসমক্ষে প্রকাশ করেনি পেন্টাগন। জাতীয় নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র পেন্টাগন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই প্রকল্পের কথা প্রকাশ করা হয়েছে। বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগেই এই প্রকল্পের কথা কংগ্রেসকে জানানো হবে। পেন্টগন বিশ্বাস করে যে চীন যেভাবে পারমাণবিক সক্ষমতা অর্জন করছে তাতে আগামী দশকের মধ্যে দেশটি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সমপর্যায়ে চলে আসবে।

বেইজিংয়ের পারমাণবিক শক্তিমত্তার কথা মাথায় রেখেই বিশেষ এই পরমাণু প্রকল্পে সই করেছেন বাইডেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) পরমাণু কৌশলবিদ ভিপিন নারাং বলেছেন, বাইডেন সম্প্রতি একাধিক পারমাণবিক-সশস্ত্র প্রতিপক্ষের মোকাবিলায় পারমাণবিক অস্ত্র কর্মসংস্থানের জন্য নির্দেশিকা প্রকাশ করেছেন। এই নির্দেশিকা মূলতা চীনের পরমাণু শক্তি মোকাবিলাকে নির্দেশ করেই প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পেন্টাগনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করা ওই কৌশলবিদ। এই পরমাণু প্রকল্পকে পারমাণবিক কর্মসংস্থান বিষয়ক নথির বাইরে ভাবতে নারাজ মার্কিন অন্য কর্মকর্তারা। তারা বলছেন গত চারটি সরকারের মতো এই সরকারও একটি পরমাণু গাইডেন্স এবং এমপ্লয়মেন্ট বিষয়ক নথি প্রকাশ করেছে। এটি নতুন কিছু নয়। তারা বলতে চাইছেন, পুরো নথি প্রকাশ করা হয়নি, কারণ কিছু অংশ এখনও গোপন রাখা হয়েছে। তবে তা বাইরে বেরিয়ে গেছে। কিন্তু সেখানে নির্দিষ্ট কোনো দেশের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। কর্মকর্তারা যাই বলুক, চীনা পরমাণু নিয়ে যে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তা মানতে অস্বীকার করেনি কেউ।

এফএইচ